সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবির হোসেন (১১) নামে মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের মোরদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌণে ৫টার দিকে বোয়ালিয়াপাড়া কাছিমুল উম্মুল মাদ্রাসায় মাইক ব্যবহারের সময় শিশু আবির হোসেন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।