বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে দুই কেজি গাঁজাসহ রেখা বেগম সফুরা (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রেখা বেগম সফুরা উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার মজিদের স্ত্রী।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার সান্তাহার চা-বাগান এলাকায় রেখা বেগম সফুরা তার বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান কালে তার শয়ন ঘরে তল্লাশি করে একটি ব্যাগের ভিতর থেকে নেশার দ্রব্য দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।