বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. স্বপন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব রাজশাহী বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্বপনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাদিপুর মহল্লায়।
র্যাব জানায়, স্বপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। তিনি একটি অটোরিকশায় করে এসব অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বপন একজন অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।