বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক: ক্রমাগতভাবে শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্যে থাকায় সিসিইউ ও কেবিনে আনা-নেওয়ার মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার দুপুর ১২টার দিকে কেবিন থেকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হলেও বিকাল সোয়া ৪টার খবর, তাকে আবারও কেবিনে ফেরানো হয়েছে। বিকালে খালেদা জিয়ার মেডিক্যাল স্টাফসূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার শারীরিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দুপুর ১২টার দিকে সিসিইউতে নেওয়ার পর সেখানে দুই ঘণ্টা রাখা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।
এর আগে দুপুরে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার উল্লেখ করেছিলেন, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।
এর কয়েকদিন আগেও খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।