রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়া মহল্লায় বসবাস কয়েকশ পরিবারের। মহল্লাটি যাওয়া যায় দুটি রাস্তা দিয়ে।
একটি মহদিপুর ঈদগাহ হয়ে, অন্যটি শেখটোলা-রসুলপুর মোড়ের মাঝামাঝি দিয়ে। রাস্তাটির মোট দূরত্ব প্রায় ১ কিলোমিটার। দুই প্রান্তে পাকা হলেও মাঝখানে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে আছে। অল্প বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে।
ফলে এই রাস্তা দিয়ে চরম ভোগান্তি নিয়েই যাতায়াত করতে হয় মহল্লাবাসীকে। বেশি দুর্ভোগে পড়ে স্কুলগামী শিশুশিক্ষার্থীরা। রাস্তাটি না শুকানো পর্যন্ত এই ভোগান্তি চলতেই থাকে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে তোলা।