বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তি জেলার সদর উপজেলার ছয় রশিয়া গ্রামের (বর্তমান ঠিকানা বাগানপাড়া) কলিম উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল গাফ্ফার (৫৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগান পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে বাগানপাড়া গ্রামের আব্দুল গাফ্ফারকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।