সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সালমান নূর (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার গুনাইহাটি মসজিদ এলাকায় গুনাইহাটি-মানিকপুর ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান উপজেলার চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী নাজমুল হোসেনের ছেলে ও বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সালমান রাতে মোটরসাইকেল নিয়ে মানিকপুর এলাকা থেকে বনপাড়ায় ফিরছিল। পথে গুনাইহাটি মসজিদ এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বিষয়টির সত্যতা স্বীকার করেন।