রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর টিটিসি’র সভা কক্ষে ঋণ আদায় কর্মকৌশল নির্ধারণ ও বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের মহাব্যবস্থাপক নূর আলম সরদার ও উপ মহাব্যবস্থাপক ইস্কান্দার পারভেজ। প্রধান অতিথি মুজিবুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় রাজশাহী ও বগুড়া থেকে আগত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সামনে উক্ত ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেণ। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী ও বগুড়া অঞ্চলের ৩০ জন কর শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
সানশাইন/সোহরাব