রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেসরকারি ক্লিনিকে অপারেশন বন্ধের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্মেলন কক্ষে বেসরকারি ক্লিনিক মালিক ও অ্যানেস্থেসিওলজিস্টদের নিয়ে বসেন বিএম এর নেতৃবৃন্দরা। এর আগে বুধবার সন্ধ্যায় অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার সকাল থেকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছিলেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল-মালিকরা।
বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ আলোচনার পর অপারেশন বন্ধের ধর্মঘট প্রত্যার করা হয়। বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খন্দকার গোলাম মোস্তফা জানান, দুপুরে দুটি পক্ষকে নিয়েই বিএম এর নেতারা বসেন। সেখানে দীর্ঘ সময় অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানো না বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় ।
তবে সেই সভায় অ্যানেস্থেসিওলজিস্টদের জন্য নির্ধারিত ফি নির্ধারণ করা হয়নি। পরে উভয়পক্ষ সেটি মেনে নিয়ে এই সংকটের সমাধান করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট (বিএসএ) রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের (ফি) নতুন তালিকা পাঠালে দুইপক্ষের মধ্যে দরকষাকষি ও মনোমালিন্যের সৃষ্টি হয়।