সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই জন যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুশকনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

 

 

 

নিহতরা হলেন, সিএনজি যাত্রী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও শিবগঞ্জ পৌরসভার হাসপাতাল এলাকার ধীরেন ভকতের ছেলে ততন হরিদাস (৪০)। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের পুশকনি এলাকায় কানসাট মোড় থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই খলেস বেগম ও ততন হরিদাস মারা যান। তাঁরা দুজনই সিএনজির যাত্রী ছিলেন।

 

 

 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩ | সময়: ৬:২১ অপরাহ্ণ | Daily Sunshine