সর্বশেষ সংবাদ :

সম্মেলন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের বিশেষ কর্মিসভা

স্টাফ রিপোর্টার : আসন্ন ২৬ সেপ্টম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহানগরীর কোর্ট স্টেশন চত্বরে ১,ওয়ার্ড ২, ৪,৫ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছ।
২ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোস্তাক হোসেনের সভাপতিত্বে ও ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক বাপ্পী চৌধুরী রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, আইন বিষয়ক সম্পাদক এড. ফিরোজ কবির রেজা, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আরকান উদ্দিন বাপ্পি, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাক মো. রিপন, ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহ্বায়ক রেজ্জাক চৌধুরী বাবু, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু,৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মারুফ কবির রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৪টি ওয়ার্ড মিলে এই কর্মি সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ বলেন,যুবলীগ এখন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। আমাদের সংগঠন এমন হবে যেনো সবাই যুবলীগ করতে চায়। আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আগামী সঠিক নেতৃত্ব আপনারা বাছাই করবেন তাই হাজির হয়ে সম্মেলনকে সফল করবেন সকলে।
রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি বলেন,ছাত্রলীগের বিশ^বিদ্যালয় ও রুয়েরে সম্মেলন শেষ হলো। এবার যুবলীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে। মনে রাখতে হবে এটি শুধু মহানগর যুবলীগের সম্মেলন নয় আমাদের নেতা এইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সম্মেলন। যে কোন মূল্যে এই সম্মেলনকে সফল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। যুবলীগ হবে একটি অন্যতম গতিশীল সংগঠন। এই লক্ষ্যে আমরা সকলে একজোট হয়ে কাজ করব। আমাদের নেতারা আসবেন তাদের দেখিয়ে দিতে চাই সারা দেশের মধ্যে রাজশাহীর যুবলীগ সেরা ও সংগঠিত রয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ