বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে ভবনগুলোর উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান।
প্রসঙ্গত: সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।