মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মান্দা প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, আনিছুর রহমান ও গোলাম আজম।