সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুজন আলী (২৯) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি সুজন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর গ্রামে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২০ সালের ৩১ মে গোদাগাড়ী থানা-পুলিশ উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেফতার করে। এ নিয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মামলার বিচার শেষে আদালত এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার পর আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।