পবার বড়বড়িয়া এলাকা থেকে গৃহবধূ নিখোঁজ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহ মখদুম থানার বড়বড়িয়া এলাকা থেকে ফাতেমা আক্তার জহুরা (২১) নামে এক গৃহবধূ নিখোজ হয়েছে। ১৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর থেকে ওই গৃহবধূ নিখোজ হয়। এ ঘটনায় নিখোজ জহুরার স্বামী বেলাল হোসেন শিমুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানায় ডায়েরি সূত্রে শিমুল জানান, তাদের বাড়ি বড়বড়িয়া এলাকায়। ১৩ সেপ্টেম্বর দুপুর থেকে তার স্ত্রী জহুরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভব্য সব জায়গায় খোঁজ নিয়েও জহুরাকে খুজে পাওয়া যায় নি। সে কারণে বাধ্য হয়েই তিনি থানায় ডায়েরি করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, শিমুল রাজমিস্ত্রির কাজ করতেন। সেই সুত্রে সোহেল নামের আরেক রাজমিস্ত্রির সঙ্গে তার পরিচয় হয়। তারা এক সঙ্গেই কাজ করতেন। এ সময় জহুরার সঙ্গে সোহেলের সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে মোবাইলে প্রায় যোগাযোগ হতো। সোহেলের হাত ধরেই জহুরা পালিয়ে গেছে।
জহুরা’র বাবার বাড়ির লোকজনের বরাত দিয়ে শিমুল জানান, জহুরার বাবা’র বাড়ির সঙ্গে জহুরা’র যোগাযোগ হয়েছে। পালিয়ে যাওয়ার পরে জহুরা তার বাবা’র বাড়িতে ফোন দিয়েছে। সেখান থেকেই নিশ্চিত হওয়া গেছে যে সোহেলের সঙ্গেই জহুরা পালিয়ে গেছে।
শিমুল আরো জানান, জহুরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ৭০ হাজার টাকা ও কিছু সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ