সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক: বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। রোববার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প শাখার সহকারী মো. ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সবশেষ গত ৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি। তার আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।