সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় বর্তমান সরকারের উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়গাছী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে কালুপাড়া-মাধাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফছার আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর, বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গাফ্ফার মন্ডল, সাধারণ সম্পাদক আজাহার আলী তালুকদার, বড়গাছী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো. জিয়াউর রহমান প্রমুখ।