সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিদায় অনুষ্ঠানের মঞ্চ বানাতে গিয়ে মো. এরশাদ আলী (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্পাসে কেন্দ্রীয় খেলার মাঠে ১৭ সিরিজের বিদায় অনুষ্ঠানের মঞ্চের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। মো. এরশাদ আলী কুড়িগ্রাম সদর থানার বাচ্চু মিয়ার ছেলে।
রাজশাহী নগরীর মহিতার ওসি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরশাদ একজন নির্মাণ শ্রমিক ছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে ১৭ সিরিজের বিদায় অনুষ্ঠানের মঞ্চের বিদ্যুতের কাজ করার সময় শক লেগে তিনি গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তার পারিবারের সদস্যদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।