সর্বশেষ সংবাদ :

লালপুরে সর্পদংশনে যুবকের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে সাপের দংশনে মাহাবুব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রামানান্দপুর গ্রামের ইয়াজল হোসেনের ছেলে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার ভাই মাহাবুব আলী বাড়ি ফিরে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধুতে যান। এ সময় তাকে বিষাক্ত সাপ কামড় দিলে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের লোকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, বিষক্রিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ | সময়: ৩:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ