বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি :
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে মো. ইশতিয়াক আহমেদ সানিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যা”েছ যে, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের পিএস/এপিএস/ব্যক্তিগত কর্মকর্তা পদে বর্তমানে মো. ইশতিয়াক আহমেদ সানি নামের কেউ কর্মরত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যা”েছ, ইশতিয়াক আহমেদ সানি নামের একজন নিজেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা বলে পরিচয় দিচ্ছেন। এটি প্রকৃতপক্ষে সঠিক নয়। বর্তমানে মাননীয় মেয়র মহোদয়ের সাথে উক্ত ব্যক্তির কোন সম্পৃক্ততা নেই।
এতএব, রাজশাহীবাসী সহ সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। একই সঙ্গে মাননীয় মেয়র মহোদয় সংশ্লিষ্ট যে কোন বিষয়ে উক্ত ব্যক্তির সঙ্গে যেকোন ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।
সানশাইন / শামি