বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক রিপন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছেন। নিহত ওই ব্যাংক কর্মকর্তা রাজশাহীর কোর্ট কলেজপাড়ার সইজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি) পদে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার বহিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেলে ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে ব্যাংক কর্মকর্তা ও তার সহকর্মীসহ নাচোল থেকে রহনপুরে আসার পথে বহি পাড়া নামক স্থানে বাঁক ঘুরতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে পড়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হন্তান্তর করা হবে বলেও জানান ওসি মাহবুব।
সানশাইন /শামি