বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র (চাইনিজ কুড়াল) ও হেরোইনসহ চিহ্নিত এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মাদক কারবারীর নাম আশিক রানা (২৮)। সে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার নাসিরুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী আশিক নিজ বাড়িতে অস্ত্র ও হেরোইন বিক্রির জন্য প্রস্ততি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে র্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ৬শ’ গ্রাম হেরোইন ও চারটি চাইনিজ কুড়াল উদ্ধার হয়। পরে আশিককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, আশিক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।