বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জুয়েল রানা নামের এক যুবক। একইসঙ্গে গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার বন্ধু জাকির হোসেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর-বটতলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। জুয়েল রানা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বটতলা গ্রামের মোস্তফা আলীর ছেলে। আজ শুক্রবার তার বিয়ের আয়োজন চলছিলো।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে জুয়েল স্থানীয় বাজারের সেলুনে চুল কাটিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাজির বটতলা নামক স্থানে একটি ভটভটি উল্টে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিঁটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। জুয়েল রানার পিতা মোস্তফা আলী বলেন, শুক্রবার একই উপজেলার মীরগঞ্জ গ্রামে তার ছেলের বিয়ের দিন ধার্য ছিল। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।