মোজাহারুল পোরশার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

পোরশা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক/ ২৩ এর জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল হক শাহ্। উপজেলা শিক্ষা পদক নির্বাচক কমিটি বিভিন্ন দিক বিবেচনায় তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে ২০২২ সালে তার পরিচালিত বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মোজাহারুল হক জানান, তিনি খুব আনন্দিত। তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, সকল শিক্ষক সহ বিদ্যলয়ের ছাত্র- ছাত্রী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদ্যালয় পরিচালনায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার বিদ্যালয়ের শিক্ষার মানয়ন্নয়নে কাজ করে যাবেন এবং ভবিষ্যতে আরো যেন ভালভাবে বিদ্যালয় পরিচালানা করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া চান।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ