শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাক্ষ ডা: এস এ আব্দুল বারী ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এসএসসি ব্যাচ ১৯৪৫ ব্যাচের রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র।
সাবেক সভাপতি, কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি বার্ধক্যজনিত জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন এবং সেখানে আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তার নামাজে জানাজা বাদ জুম্মা হেতম খাঁ বড় মসজিদে অনুষ্ঠিত হবে। তার দাফন কাদিরগঞ্জ গোরস্থানে সম্পন্ন হবে।