রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির উদ্যোগে মিঠা পানির মাছ রপ্তানি বৃদ্ধিকরণে সরকারী কর্মকর্তা ও মৎস্য খামারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী চেম্বারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বারের সহসভাপতি সুলতান মাহমুদ (সুমন)।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফিসারিজ বিভাগের প্রফেসর ড. মো. আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, রপ্তানি উন্নয়ন ব্যুরের সহকারী পরিচালক কাজী মো. সাইদুর রহমান, আমদানী ও রপ্তানী যুগ্ম নিয়ন্ত্রক দপ্তরের নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বারের সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালকবৃন্দ শাহাদৎ হোসেন বাবু, সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আসাদুজ্জামান রবি, মোস্তাফিজুর রহমান, এস.এম আইয়ুব প্রমুখ। সভা থেকে প্রতিকূলতার মধ্যেও কিভাবে বেশি বেশি মাছ উৎপাদন ও রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়।