বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আদম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদম আলী ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাজদার রহমান জানান, বিকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় তার মাসহ বাড়ির সদস্যরা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন ডোবায় তার অচেতন দেহ ভাসতে দেখেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।