রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে রোববার (১০ সেপ্টেম্বর) গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড, ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম শফিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সমপাদক প্রভাষক মাহাবুর রহমান প্রমুখ।
গণমিছিলে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার কয়েক হাজার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহন করেন।