রাজশাহী ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার: আগামী ১৭-১৮ সেপ্টেম্বর রাজশাহীতে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালিত হবে। এ উপলক্ষে সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি করপোরেশন আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (মতিহার) মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মতিয়া পারভীন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান।
সভায় জানানো হয়, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে শিশুদের স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, সুস্বাস্থ্য জীবন ধারণের জন্য শিশুর মাধ্যমে শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। দেশব্যাপী ক্ষুদে ডাক্তার কার্যক্রম প্রতিষ্ঠা করা, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ অন্যান্য সমমনা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা উন্নয়ন করা এ কার্যক্রমের উদ্দেশ্য।
প্রাথমিক ও মাধ্যমিক এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র ৫-১৬ বয়সী শিক্ষার্থী বা শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি বা সমপর্যায়ের শ্রেণিসমূহে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্ষুদে ডাক্তার গঠন করা হবে।
এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, স্কুল বহির্ভুত ও ঝরে পড়া শিশুদের কৃমিনাশক ঔষধ সেবন করানো হয়। একই সাথে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা- হাত ধোয়া, নখ কাটা, হাঁচি দেওয়া দাঁত ব্রাশ ইত্যাদি কৌশলসমূহ ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা।
এ কার্যক্রমের আওতায় ক্ষুদে ডাক্তারগণ শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের স্বাস্থ্য বার্তা পড়ে শোনাবে। বছরে ২বার কৃমি নাশক ওষুধ সেবন জানাবে। শিশুদের বছরে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, দৃষ্টি শক্তি পরীক্ষা, গত রাউন্ডে কৃমিনাশক সেবন ও শিশুকালে প্রতিষেধক টিকা নেওয়ার তথ্য সংগ্রহ করবে। এছাড়াও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ, বিশ^ স্বাস্থ্য দিবস, বিশ^ ম্যালেরিয়া দিবস, বিশ^ জলাতংক দিবস, হাত ধোয়া দিবস সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিবস উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করতে উৎসাহিত করবে।
রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞালনায় সভায় সহকারী থানা শিক্ষা অফিসার একেএম মাসুদ রানা সহ রাসিকের স্বাস্থ্য বিভাগের ওয়ার্ড টীমলিডারগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ