শেখ রাসেল শিশুপার্ক পরিদর্শন করলেন রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম এলাকায় নির্মিত শেখ রাসেল শিশুপার্ক পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে শেখ রাসেল শিশুপার্ক পরিদর্শন করেন রাসিক মেয়র।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ