রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। অভিনব কায়দায় এই গাঁজাগুলি ফেরি করে চানাচুর বিক্রির ড্রামে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতরা হলেন উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে জুমাত ঘোষ জুলমত (৩২), ঈশ্বরপাড়া (পূর্বপাড়া) গ্রামের সোনাউল্লাহ প্রামানিকের ছেলে আলমগীর প্রামানিক (৪৫)।
শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেল পৌণে ৪টায় উত্তর লালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ নাটোরের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে উত্তর লালপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় চানাচুরের ড্রামের মধ্যে ৫ কেজি গাজাসহ জুমাত ঘোষকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আলমগীরকে আটক করা হয়। তবে এ ঘটনার সাথে আরো জড়িত দুজন পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।