নগরীতে ‘বঙ্গবন্ধু ও ক‘জন ঘনিষ্ঠ সুহৃদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার:
লেখক ও গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সাইফুদ্দীন চৌধুরী রচিত ও দেশের খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘অবসর’ কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও ক‘জন ঘনিষ্ঠ সুহৃদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর )সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানে রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর