রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পশ্চিম খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জিয়ারুল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
জিয়ারুলের মামা শহীদুল্লাহ খাঁন জানান, জিয়ারুল বুধবার বাড়িতে নতুন টিভি কিনে আনে। বৃহস্পতিবার দুপুরে টিভিতে বৈদ্যুতিক সংযোগ দিতে যায়। সে সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সুইচ চালু রেখে কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎ চলে আসলে জিয়ারুল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এসময় তার স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।