শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম অজুফা বিবি (৬২)। তিনি তানোর পৌর এলাকার সিন্দুকাই মহল্লার আমির হোসেনের প্রথম স্ত্রী।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে সিন্দুকাই গ্রামস্থ্য নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আমির হোসেনের দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলেছিলে আসছিলো। এরই সূত্র ধরে আমির হোসেনের বড় স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ না করায় মরাদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সানশাইন/সোহরাব