সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মাদক মামলায় আনারুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আনারুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৫ এপ্রিল সাড়ে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে ১শ গজ দুরে হানিফ বাস কাউন্টারের সামনে আনারুল পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরেরদিন সদর থানায় একটি মামলা দায়ের হলে এ মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। তবে আসামী জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ