শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার অসুস্থ্য হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন রাসিক মেয়র।