সর্বশেষ সংবাদ :

পবায় সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র ও তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে পবার দারুশা বাজারে শেখ হাসিনা সরকারের দশটি মেগা প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম প্রচারে এ লিফলেট বিতরণ করা হয়।
এরমধ্যে ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মেট্রোরেল প্রকল্প, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনসহ বর্তামান সরকারের নেওয়া ৩৯ টি প্রকল্পের নাম ও সুবিধাসম্ভলিত প্রচার।
পাশাপাশি পবা-মোহনপুরে সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের যুতসই পদক্ষেপে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ