সর্বশেষ সংবাদ :

মাদকসেবন করে মাতলামী করায় যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর সাপাহারে মাদকসেবন করে মাতলামীর সময় শাহেন আলম (২৫) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রাম এই ঘটনা ঘটে। শাহেন আলম ওই গ্রামের হাসান খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল শাহেন আলম নামে এক ব্যাক্তি মাদকসেবন করে মাতলামী করতেন। পাশাপাশি বিভিন্ন বাড়িতে চুরি করে থাকেন। এমন তথ্যর ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। তাকে মাদকসেবন করে মাতলামী করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরে আগ্রাদ্বিগুন রোডে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আরব আলী (৩৫) নামে আরও এক জনকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরব আলী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৬:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ