বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল রেলব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলব্রিজ দিয়ে সে এক পাশ থেকে অপর পাশে যেতে গেলে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন চলে আসে। একপর্যায়ে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের স্প্যানের ওপরে ছিটকে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৬:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর