শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম এর নেতৃত্বে এস.আই মানিক, এ,এস.আই বিদ্যুৎ কুমার রায়, রাসেল, মোতালেব ও জহুরুলসহ সঙ্গীয় ফোর্স পোগন সংবাদের প্রেক্ষিকে ৪ সেপ্টেম্বর সকাল ৯টায় অভিযান চালিয়ে কোকিল এলাকা থেকে ৫০ বোতল এমকেডিল সহ বদলগাছী উপজেলার সাগরপুর (মেম্বারপাড়া) গ্রামের জাহিদুল ইসলাম বাবুর ছেলে নাহিদ হোসেন (২৯) কে আটক করা হয়। ধৃত আসামীকে মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনায় একজন আসামী পলাতক রয়েছে বলে জানা যায়।
ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম জানান, আমাদের জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক স্যারের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান চলমান রয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবী কেউই ছাড় পাবে না।
সানশাইন/সোহরাব