সর্বশেষ সংবাদ :

লালপুরে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আটক-৫

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরের কদিমচিলান ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি প্রামানিক (৪৫) কে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলো- কদিমচিলান পুকুরপাড়া সিলান গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মো. মহসিন আলম (২৮), ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নসিম উদ্দিনের ছেলে মো. আব্দুল লতিফ প্রামানিক (৫৫), মৃত তৈয়ব আলীর ছেলে মো. মোখলেসুর রহমান, নওশাদ আলীর ছেলে মোঃ নাদিম (৩৪), আফসার উদ্দিনের ছেলে মো. জাকিরুল ইসলাম। নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের আখের উদ্দিনের ছেলে। তিনি বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থক হিসেবে কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সাধারন সম্পাদক ও একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

 

 

 

লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতে নিহতের ভাতিজা কুতুব উদ্দিন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।’
ওসি আরো জানান, রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমান গনি তার বাড়ি থেকে বের হয়ে ডাঙ্গাপাড়া চিলান বাজারে গাড়ির তেল কিনতে দাড়ান। এসময় প্রতিপক্ষের ১০-১৫ জন তাকে ঘিরে ধরে প্রথমে হাতুরিপেটা করে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে ওসমান গণির হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের লোকজন।

গত জানুয়ারি মাসে একই গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়। সে মামলার প্রধান আসামি ছিলেন ওসমান গনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা পাল্টা খুনের ঘটনা। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে।’

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩ | সময়: ৬:১৫ অপরাহ্ণ | Daily Sunshine