বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছে। রবিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, রবিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম রেল ক্রসিং এর উত্তর পাশে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তি মারা যায়।
এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্যে চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।