শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আনসার ভিডিপি’র অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে ১০ ব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক।
উক্ত প্রশক্ষিণে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশগ্রহণ করেন। এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে। ১০ ব্যাপী প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশক্ষিণ পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস,জেলা কমান্ড্যান্ট রাফিউদ্দিন জাকারিয়া,ওসি মোঃ তারেকুর রহমান সরকার,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন প্রমুখ।
সানশাইন/সোহরাব