রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
বেসরকারি উন্নয়ন সংস্থা এস.এ.এস এর উদ্যোগে রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১২টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিচ্ছন্ন, সবুজ রাজশাহী নগরীকে আরও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই পাশাপাশি নগরীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বৃক্ষরোপণ কর্মসুচি অব্যাহত রেখেছে। এরই ফলশ্রুতিতে রাজশাহী বৃক্ষরোপণসহ পরিবেশ পদক অর্জন করেছে। এস.এ.এস এর উদ্যোগে লালন শাহ মুক্ত মঞ্চ এলাকায় দুই শতাধিক ফুল, ঔষধী ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় এসএএস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ, রাসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আরা খাতুন, আয়েশা খাতুন, চীফ কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, এসএনবির প্রতিনিধি রেজাউল হুদা মিলন, এনজিও প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক লিটন।
সানশাইন/সোহরাব