মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৫৬ জন মারা গেলেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ৯১৮ জন ঢাকার। এক হাজার ৪১৩ জন অন্যান্য বিভাগের। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ২১২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৯১৩ জন। বাকি চার হাজার ২৯৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ১৬ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ আট হাজার ৭৪ জন।