শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় ইয়াবা সহ সোহেল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃত সোহেলের বাড়ী নাটোর সদর। রোববার(২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার তেঁথুলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম জামাল উদ্দিন বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থেঁথুলিয়া বাজার এলাকা থেকে সোহেল হোসেন(২৭)কে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। সে উক্ত ফেন্সিডিল গুলো বাঘা সীমান্ত এলাকা থেকে নিয়ে, তার নিজ এলাকা নাটোর যাচ্ছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)খাইরুল ইসলাম জানান ,আটক সোহেলের নামে বিগত সময়ে চুরি,দাঙ্গা-হাঙ্গামা ও একটি মাদক মামলা রয়েছে। আমরা সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।
সানশাইন/সোহরাব