সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় দিনব্যাপী ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শহরের উকিলপাড়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে সোমবার (২৮ আগস্ট) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

 

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্ররাল রিপোটিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ফ্যাক্ট চেকিং বিষয়ক এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজ। প্রশিক্ষণে ভুয়া তথ্য, ভিডিও যাচাই-বাছাই-এর ক্ষেত্রে বিশদ আলোচনা করা হয়। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। কর্মশালায় ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ | সময়: ৫:২২ অপরাহ্ণ | Daily Sunshine