মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭ আগস্ট)বিকেলে উপজেলার আলিনগর স্কুল ও কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, কলেজপরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম, অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল জিন্নাহ, সহকারী জেলা তথ্য অফিসার আ:আহাদ, যুবলীগ নেতা মশিউর রহমান, ছাত্রী নওশিন আক্তার প্রমুখ।
সানশাইন/সোহরাব