তানোরে স্ত্রী ও পুত্রকে জ*বাই করে হ*ত্যা, স্বামী গ্রেপ্তার

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে ছুরি দিয়ে জবাই করে স্ত্রী ও পুত্রকে হত্যা করেছে এক স্বামী। এঘটনায় মহল্লাবাসী ওই স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ২৬ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লায়। খবর পেয়ে তানোর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহত স্ত্রী ও তার পুত্র সন্তানের লাশ উদ্ধার করে। পরে ঘাতক স্বামীকে আটক করে থানা হেফজতে নেয় পুলিশ।

 

নিহত স্ত্রীর নাম নিপা খাতুন (২৬) ও পুত্রের নাম নুর মোহাম্মদ (৭)। নিপা মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার আব্দুর রহিমের কন্যা। তার স্বামীর নাম আলিউল (৩০)। সে পাঁচন্দর ইউপির মোাহাম্মদপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিদ্দিকের পুত্র। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

 

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এ কারনে মারা যাওয়া নিপা তার পুত্র নুরকে নিয়ে পাঁচন্দরস্থ বাবার বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছিলেন।

 

স্ত্রী নিপা বাবার বাড়িতে দির্ঘদিন অবস্থান করায় আলিউল ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে ধারালো ছুরি হাতে নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করে। পরে স্ত্রী ও পুত্রকে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যাবার সময় মহল্লাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।

সানশাইন / শাহ্জাদা

 

 


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ১০:২৭ অপরাহ্ণ | Daily Sunshine