নওগাঁয় মাটির দেয়াল চাপায় ২ নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের মাটির দেয়াল চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ভাদুরী রানী (৬২) ও মিথি রানী (৬৫)। মৃত মিথি রানী ওই গ্রামের অভি দাসের স্ত্রী ও ভাদুড়ী রানী জয় বর্মনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এসময় হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে গৃহবধূ বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে ভাদুরানী ও মিথি রানী যাচ্ছিল। পাশের বাড়িতে যাওয়ার পথে শুশিল সাধুর বাড়ির মাটির দেয়াল ধ্বসে তাদের ওপর পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মিথি রানীর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানী ও মারা যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এরইমধ্যে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর